৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১

৪৬তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের প্রথম পর্বে আজ বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো।


১. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে?
ক. ৩২তম
খ. ৩৫তম
গ. ৪১তম
ঘ. ৩৩তম

২. ৮ জুলাই ২০১৮ বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সংবলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়?
ক. ৬৫(৩)
খ. ৬৩(৫)
গ. ৬৫(২)
ঘ. ৬৪(৩)

৩. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকার কে?
ক. জেহা হাদিদ
খ. রোহানি বাহারিন
গ. তাসলিহা মওলান
ঘ. মেরিনা তাবাসসুম

৪. বাংলাদেশে মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার ওপর ন্যস্ত?
ক. সড়ক ও জনপথ অধিদপ্তর
খ. স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর
গ. পল্লী উন্নয়ন বোর্ড
ঘ. পরিকল্পনা কমিশন

৫. ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ কবে পালিত হয়?
ক. ১২ জানুয়ারি
খ. ২২ অক্টোবর
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২৪ ফেব্রুয়ারি

৬. ২৮তম বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
ক. হাওয়া
খ. পাতালঘর
গ. রক্ত
ঘ. বলী

৭. বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান কোনটি?
ক. গ্রিন বাংলাদেশ
খ. বিউটিফুল বাংলাদেশ
গ. হাউসফুল বাংলাদেশ
ঘ. স্মার্টফুল বাংলাদেশ

৮. বাংলাদেশের কৃষিতে ‘মোহিনী’ কোন ফসলের উন্নত জাত?
ক. ভুট্টা
খ. ধান
গ. পাট
ঘ. আলু

৯. বর্তমানে দেশে মোট কত ধরনের ‘সামাজিক সুরক্ষা’ কার্যক্রম চলমান?
ক. ১১১টি
খ. ১১২টি
গ. ১১৩টি
ঘ. ১১৫টি

১০. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০২৩ অনুযায়ী, ক্ষুধা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ৮১তম
খ. ৮৩তম
গ. ৮৫তম
ঘ. ৯১তম

১১. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
ক. ২০ মে ১৯৭২
খ. ২১ এপ্রিল ১৯৭২
গ. ২৩ মে ১৯৭৩
ঘ. ২৫ জুন ১৯৭৪

১২. ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয়েছে?
ক. ৬০তম
খ. ৫৯তম
গ. ৫৮তম
ঘ. ৬১তম

১৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে’?
ক. ১২২
খ. ১২৪
গ. ১২৬
ঘ. ১২৩

১৪. জাতীয় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) কোন মন্ত্রণালয়ের অধীন?
ক. বাণিজ্য
খ. শিল্প
গ. অর্থ
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি

১৫. বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্যদেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
খ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ১৭ অক্টোবর ১৯৭২
ঘ. ২৫ নভেম্বর ১৯৭৫

১৬. ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশি কে?
ক. ফেরদৌস কাদরী
খ. করভী রাখসান্দ
গ. আবুল বারকাত
ঘ. ড. সনজিদা খাতুন

১৭. ‘The Liberation of Bangladesh’ বইটি কার লেখা?
ক. সুখওয়ান্ত সিং
খ. জগজিৎ সিং অরোরা
গ. মার্ক ট্যালি
ঘ. সাইমন ড্রিং

১৮. কে ‘কালেক্টর’ নামে পরিচিত?
ক. বিভাগীয় কমিশনার
খ. সিটি মেয়র
গ. পৌর মেয়র
ঘ. জেলা প্রশাসক

১৯. মানব উন্নয়ন সূচক রিপোর্ট ২০২২/২৩ অনুসারে, মানব উন্নয়ন সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১২৮তম
খ. ১২৯তম
গ. ১৩০তম
ঘ. ১৩১তম

২০. বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫১
গ. ১৯৫৪
ঘ. ১৯৪৯

মডেল টেস্ট-১ (বাংলাদেশ বিষয়াবলি)-এর উত্তর

১. ঘ। ২. ক। ৩. খ। ৪. খ। ৫. খ। ৬. ঘ। ৭. খ। ৮. খ। ৯. গ। ১০. ক।
১১. গ। ১২. ক। ১৩. গ। ১৪. খ। ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. ঘ। ১৯. খ। ২০. ঘ।


Post a Comment

Previous Post Next Post

Blog ads